হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, অবৈধভাবে ডিজেল পাচারের অভিযোগে উপসাগরীয় জলরাশি থেকে একটি বিদেশি জাহাজ আটক করেছে ইরানের রেভল্যুশনারি গার্ডস। শনিবার (২০ নভেম্বর) তথ্যটি জানিয়েছেন গার্ড কমান্ডার আহমদ হাজিয়ান। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
দক্ষিণ পার্সিয়ান কাউন্টিতে নেভাল টাইপ-৪১২ জুলফাকারের এই কমান্ডার বলেন, পাচারকৃত ডিজেল বহনকারী একটি বিদেশি জাহাজ আটক করা হয়েছে। এটিতে দেড় লাখেরও বেশি লিটার ডিজেল ছিল।
আহমদ হাজিয়ান বলেন, জিজ্ঞাসাবাদের জন্য জাহাজটির ১১ জন ক্রু সদস্যকে আটক করা হয়েছে। তবে জাহাজটি কোন দেশের কিংবা কখন এটিকে আটক করা হয়েছে, সে ব্যাপারে আর কিছু জানাননি এই কমান্ডার।
আপনার কমেন্ট